আলোকরশ্মির প্রতিসরণের সময় আপতন কোণের কোন মানের জন্য স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়

User
Asked in:
Madhyamik 2025
Subject
Subject:
Physical Science
Class
Class:
Class 10

Click here for all Madhyamik 2025 Questions Papers

যদি, আপতন কোণ θ1, প্রতিসরণ কোণ θ2, প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক n1 এবং দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক n2 হয়, তবে

স্নেলের সূত্র অনুসারে, \dfrac{\sin\theta_1}{\sin\theta_2} = \dfrac{n_2}{n_1}

\Rightarrow n1\sin\theta_1 = n2\sin\theta_2

এখন আলো যদি দুই মাধ্যমের বিভেদতলের ওপর লম্বভাবে এসে পড়ে (অর্থাৎ, আপতন কোণ যদি শূন্য হয়), সেক্ষেত্রে সমীকরণটি হবে এরকম n_1\sin0 = n_2\sin\theta_2 = 0

অর্থাৎ, সমীকরণটি বৈধ হবে না।

∴ আলোকরশ্মির প্রতিসরণের সময় আপতন কোণের মান শূন্য (0) হলে স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *