Asked by:
Madhurima Paul
Subject:
Physical Science
Class:
Class 9
Question:
10 kg ভরের একটি বস্তুর বেগ-সময় লেখচিত্র দেখানো হয়েছে।
কণাটির উপর ক্রিয়ারত বলের মান নির্ণয় করো –
Answer:
প্রদত্ত লেখচিত্রটি একটি বেগ-সময় লেখচিত্র
আমরা জানি, বেগ-সময় লেখচিত্রের নতি ত্বরণকে প্রকাশ করে।
অর্থাৎ, 10 কেজি ভরের ঐ বস্তুর ত্বরণ = বেগের পরিবর্তন (Δ v) / সময়ের পরিবর্তন (Δ t) [Δ চিহ্নের দ্বারা পরিবর্তনকে বোঝানো হয়]
∴ 10 কেজি ভরের ঐ বস্তুর ত্বরণ =
ত্বরণ (a) = 1 m/s2
নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা পাই, [যেখানে, F = প্রযুক্ত বল, m = বস্তুর ভর = 10 kg (প্রদত্ত), a = ত্বরণ]
∴ কণাটির উপর ক্রিয়ারত বলের মান 10 নিউটন।