মহাদেশীয় হিমবাহ কাকে বলে ?
উচ্চ অক্ষাংশে অবস্থিত স্থানগুলিতে উচ্চতার প্রভেদ ছাড়াই সুবিশাল অঞ্চল জুড়ে বিস্তৃত বরফের স্তূপকে মহাদেশীয় হিমবাহ বলে।
উপত্যকা হিমবাহ কাকে বলে ? / পার্বত্য হিমবাহ কাকে বলে ?
উচ্চ পার্বত্য অঞ্চলে উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হিমবাহকে পার্বত্য বা উপত্যকা হিমবাহ বলে।
মহাদেশীয় হিমবাহ ও উপত্যকা হিমবাহের পার্থক্য
আরও পড়ুন – হিমশৈল কি
বিষয় | মহাদেশীয় হিমবাহ | উপত্যকা হিমবাহ |
সংজ্ঞা | উচ্চ অক্ষাংশে অবস্থিত স্থানগুলিতে উচ্চতার প্রভেদ ছাড়াই সুবিশাল অঞ্চল জুড়ে বিস্তৃত বরফের স্তূপকে মহাদেশীয় হিমবাহ বলে। | উচ্চ পার্বত্য অঞ্চলে উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হিমবাহকে পার্বত্য বা উপত্যকা হিমবাহ বলে। |
অবস্থান | আন্টার্কটিকা, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড প্রভৃতি উচ্চ অক্ষাংশ বিশিষ্ট অঞ্চলে মহাদেশীয় হিমবাহ দেখা যায়। | হিমালয় পার্বত, রকি পর্বত, আন্দিজ পর্বত ইত্যাদি পর্বতে উচ্চ উচ্চতায় উপত্যকা হিমবাহ দেখা যায়। |
আয়তন | মহাদেশীয় হিমবাহ আয়তনে বিশালাকার হয়। মহাদেশীয় হিমবাহের আয়তন উপত্যকা হিমবাহের তুলনায় অনেক বেশি হয়। | উপত্যকা হিমবাহ আকারে ছোট হয়। উপত্যকা হিমবাহের আয়তন মহাদেশীয় হিমবাহের তুলনায় অনেক কম হয়। |
আকৃতি | মহাদেশীয় হিমবাহের আকৃতি ওলটানো চাটুর মত দেখতে হয়। অর্থাৎ মহাদেশীয় হিমবাহের মধ্যভাগ উত্তল প্রকৃতির হয়। | আকৃতি চাটুর মত দেখতে হয়। অর্থাৎ উপত্যকা হিমবাহের মধ্যভাগ অবতল প্রকৃতির হয়। |
সৃষ্ট ভূমিরূপসমূহ | মহাদেশীয় হিমবাহে নুনাটকস্ বা নুনাটাকস * সৃষ্টি হয় / দেখা যায়। | উপত্যকা হিমবাহে বার্গস্রুন্ড ও ক্রেভাস সৃষ্টি হয় / দেখা যায়। |
গভীরতা | মহাদেশীয় হিমবাহের গভীরতা উপত্যকা হিমবাহের থেকে বেশি হয়। | উপত্যকা হিমবাহের গভীরতা মহাদেশীয় হিমবাহের থেকে কম হয়। |
চালিকাশক্তি | মহাদেশীয় হিমবাহ পার্শ্বচাপের দরূণ প্রবাহিত হয়। | উপত্যকা হিমবাহ অভিকর্ষ শক্তির প্রভাবে প্রবাহিত হয়। |
উদারহণ | আন্টার্কটিকা মহাদেশের ল্যাম্বার্ড। | আলাস্কার হুবার্ড। |
ছবির মাধ্যমে পার্থক্য বোঝার জন্য এখানে ক্লিক করুন
মহাদেশীয় হিমবাহ ও উপত্যকা হিমবাহ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম কী?
পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম আন্টার্কটিকা মহাদেশের ল্যাম্বার্ড।
পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কী?
পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম আলাস্কার হুবার্ড।
উপত্যকা হিমবাহের অপর নাম কী?
উপত্যকা হিমবাহের আর এক নাম পার্বত্য হিমবাহ।