নিচে রোধ এবং রোধাঙ্কের পার্থক্য তুলে ধরা হল
রোধ | রোধাঙ্ক |
কোনো পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য এবং পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকে রোধ বলা হয় | একক বাহু বিশিষ্ট কোন ঘনক আকার পরিবাহীর দুই প্রান্তের রোধের পার্থক্যকে বলা হয় রোধাঙ্কে |
কোনো পরিবাহীর রোধ তার পরিবাহীর দৈর্ঘ্য ও প্রস্থের ওপর নির্ভরশীল। | কোনো পরিবাহীর রোধাঙ্ক তার দৈর্ঘ্য ও প্রস্থের ওপর নির্ভরশীল নয়। |
কোনো পরিবাহীর রোধ SI পদ্ধতিতে ওহম এককে প্রকাশ করা হয়। | কোনো পরিবাহীর রোধাঙ্ক SI পদ্ধতিতে ওহম.মিটার এককে প্রকাশ করা হয়। |