আলোচ্য উধৃতিটি বিখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবী রচিত ‘জ্ঞানচক্ষু’ গল্প থেকে সংগৃহীত হয়েছে।
এর মধ্যে তপন কোথা – এর মধ্যে বলতে যা বোঝানো হয়েছে –
জ্ঞানচক্ষু গল্পের প্রধান চরিত্র তপন তার বিদ্যালয়ের জীবনের প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় একটি গল্প লেখে, যার নাম ‘প্রথম দিন’। ‘এর মধ্যে‘ বলতে সেই গল্পের কথা বোঝানো হয়েছে।
নিজের স্কুল জীবনের প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে গল্প লিখে খুদে লেখক তপন। সদ্য বিবাহিত নতুন লেখক মেসোমশাই সেই গল্প সন্ধ্যাতারা নামক এক বিখ্যাত পত্রিকায় ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন তপনকে। এই প্রতিশ্রুতিতে তপন দিন গুনতে থাকে তার লেখা গল্প পত্রিকায় ছাপা হওয়ার।
পত্রিকায় ছাপানোর জন্য সেই গল্পকে আগাগোড়া পরিবর্তন করেন নতুন মেসোমশাই। তপন যখন সেই ছাপা গল্প নিজের হাতে পাই সে বুঝতেই পারে না যে এটি তার লেখা গল্প – কারণ মেসোমশাই গল্পটি কে আদ্যপ্রান্ত পরিবর্তন করে তারপর ছাপাতে দিয়েছিলেন। হতবাক তপন মনে মনে ভাবতে থাকে যে –
‘ এ গল্পের মধ্যে তপন কোথা?’
নিজের লেখা গল্পে নিজের লেখক সত্যকে না আবিষ্কার করতে পারার জন্য তার এই উপলব্ধি।