প্রকাশিত হবে সর্বভারতীয় নীট পরীক্ষার উত্তরসংকেত। গত ৫ই মে রবিবার সারাদিন শুধু অনুষ্ঠিত হয় সর্বভারতীয় নীট (NEET) পরীক্ষা। এ বছর সারা দেশে জুড়ে প্রায় 24 লক্ষ ছাত্র-ছাত্রী বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য এই পরীক্ষায় অংশগ্রহণ করে।
কিছুক্ষণের মধ্যেই এন.টি.এ প্রকাশ করতে চলেছে এই পরীক্ষার বহু প্রতীক্ষিত উত্তরসংকেত বা আনসার কী। কোন ওয়েবসাইটে, কিভাবে দেখবেন উত্তরসংকেত? আসুন, দেখে নেওয়া যাক।
- উত্তরসংকেত দেখার জন্য আপনাকে প্রথমে লগ ইন করতে হবে এই ওয়েবসাইটে – https://exams.nta.ac.in/NEET
- এখানকার হোমপেজে থাকা উত্তরপত্রের লিংকে ক্লিক করতে হবে।
- এরপর নিজের লগইন এর তথ্যাদি প্রদান করে ফর্মটি সাবমিট করতে হবে। তথ্যাদি হিসেবে প্রয়োজন হবে আপনার অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্ম তারিখ।
- তাহলেই আপনি স্ক্রিনে নিজের উত্তর দেখতে পারবেন। চাইলে, পেজটিকে ডাউনলোডও করে নিতে পারেন।
ভবিষ্যতে প্রয়োজন হলে উত্তরপত্র একটি প্রিন্ট আউটও নিয়ে রাখা যেতে পারে।
এন.টি.এ (NTA) মডেল উত্তর প্রকাশ করার পর, পরীক্ষার্থীদের কাছ থেকে উত্তরপত্র সংক্রান্ত মতামত গ্রহণ করবে। মতামতগুলি পরে পর্যালোচনা করা হবে এবং যদি NTA কর্তৃক প্রকাশিত উত্তরপত্রে কোন ভুল থাকে, তা পরে সংশোধন করা হবে।