HS Bengali Question 2025 | উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্ন ২০২৫

Presenting the HS Bengali Question 2025 for all students who are appearing in the upcoming Higher Secondary examination.
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্ন এখানে দেওয়া হল।

১. ঠিক বিকল্পটি নির্বাচন করো (যে কোনো আঠারোটি প্রশ্নের উত্তর দাও) (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) :

সে টাকাটা কোনো দিয়ে আসতে হবে। কোথায় দিয়ে আসতে হবে?

(A) স্কুলে
(B) কলেজে
(C) রিলিফ ফান্ডে
(D) দোকানে

(ii) মৃত্যুঞ্জয় কোথায় এসে বসল?

(A) ঘরে
(B) দোকানে
(C) বারান্দায়
(D) উঠোনে।

(iii) ভাত খেয়ে দেহে শক্তি পেলে উচ্ছব কী খুঁজে বের করবে?

(A) বাদাটা
(B) সুন্দর কৌটোটা
(C) মিষ্টির ভাঁড়
(D) ছোটো খোকাকে

(iv) বুড়িকে হরিবোল বলতে শুনেছিল –

(A) ভট্টাচার্য মশাই
(B) নকড়ি নাপিত
(C) নিবারণ বাগদি
(D) জগা।

(v) এতক্ষণে মুখ খুলে বলল- বুড়িমা। তুমি মরনি। – কে বলল?

(A) নিবারণ বাগদি
(B) মোল্লাসাহেব-
(C) চৌকিদার
(D) ফজলু সেখ।

(vi) সত্য কঠিন বলে কবি তাকে –

(A) ভালোবেসেছিলেন
(B) এড়িয়ে গিয়েছিলেন
(C) ভয় পেয়েছিলেন
(D) মেনে নিতে পারেন নি

(vii) কিসের মতো লাল আগুন ?

(A) কৃষ্ণচূড়ার মতো
(B) মোরগফুলের মতো
(C) পলাশফুলের মতো
(D) গোলাপফুলের মতো।

(viii) আমার ক্লান্তির উপরে ঝবুক কি ঝরার কথা বলা হয়েছে?

(A) বৃষ্টি
(B) ফুলের পাপড়ি
(C) মায়ের স্নেহ
(D) মহুয়া ফুল।

(ix) গাছগুলো বসাও। – কোথায় বসাতে হবে?

(A) মাঠে
(B) জঙ্গলে
(C) বাগানে
(D) ছাদে।

অথবা

(x) নিহত ভাইয়ের শবদেহ কবির মনে জাগিয়েছিল

(A) বেদনা
(B) সহানুভূতি
(C) আত্মগ্লানি
(D) ক্রোধ

(xi) সে অভিনয়েও ভলিঙ্গর বহুল ব্যবহার আছে। কোন্ অভিনয়ের কথা বলা হয়েছে?

(A) কাবুকি থিয়েটার।
(B) গ্রীক নাটক
(C) সংস্কৃত নাটক
(D) যাত্রা।

(xii) রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন –

(A) পোস্ট অফিসে
(B) পুলিশে
(C) কলেজে
(D) জাহাজে।

(xiii) ‘পুত্র। রাজনীতি বড়ো কূট।’- কার উক্তি ?

(A) কালীনাথের
(B) রজনীর
(C) দিলদারের
(D) বক্তিয়ারের

(xiv) ভারত জয় করেছিল –

(A) তরুণ আলেকজান্ডার
(B) সিজার
(C) সেলুকাস
(D) দ্বিতীয় ফ্রেডারিক

অথবা

(xv) বলী কান্ধারী তিন-তিনবার কাকে ফিরিয়ে দিয়েছিলেন?

(A) পাঞ্জা সাহেবকে
(B) গুরু নানককে
(C) মর্দানাকে
(D) মায়ের বান্ধবীকে।

(xvi) বাংলা গানে সঞ্চারীর প্রবর্তন কার অমর কীর্তি?

(A) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের
(B) যদুভট্টের
(C) সুধীরলাল চক্রবর্তীর
(D) রবীন্দ্রনাথ ঠাকুরের

(xvii) সহজ পাঠ গ্রন্থের অলঙ্করণ করেছিলেন

(A) নন্দলাল বসু
(B) যামিনী রায়
(C) অবনীন্দ্রনাথ ঠাকুর
(D) রামকিঙ্কর বেইজ

অথবা

(xviii) ‘বাঞ্ছারামের বাগান’ চলচ্চিত্রটির নির্মাতা –

(A) সত্যজিৎ রায়
(B) মৃণাল সেন
(C) তপন সিংহ
(D) ঋত্বিক ঘটক।

(xix) ইন্সটিটিউট অফ্‌ নিউক্লিও ফিজিক্স এর প্রতিষ্ঠাতা হলেন –

(A) জগদীশচন্দ্র বসু
(B) প্রফুল্লচন্দ্র রায়
(C) মেঘনাদ সাহা
(D) নীলরতন সরকার।

(xx) মোহনবাগান ক্লাব গঠিত হয় –

(A) ১৮৯৭ সালে
(B) ১৮৮৯ সালে
(C) ১৮৯৩ সালে
(D) ১৮৯২ সালে।

(xxi) তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন

(A) উইলিয়াম কেরী
(B) সুকুমার সেন
(C) স্যার উইলিয়াম জোন্স
(D) সুনীতিকুমার চট্টোপাধ্যায়।

(xxii) ‘অন্ন’ শব্দটির আদি অর্থ ছিল –

(A) ভাত
(B) খাদ্য
(C) পরমান্ন
(D) মিষ্টান্ন।

(সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি)

২. অনধিক ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ১০১২ = ১২

(i) ‘মৃত্যুঞ্জয় আপিসে যায় না।’ মৃত্যুঞ্জয় কেন আপিসে যায় না?

(i) ‘সে যেন কেমন হয়ে যাচ্ছিল।’ কার কথা বলা হয়েছে? তার এমন হয়ে যাওয়ার কারণ কী?

(iii) ‘শাশুড়ির মাছ খাওয়া বুঝি ঘুচে যায়।’- শাশুড়ির মাছ খাওয়ার জন্য কোন্ কোন্ মাছের আয়োজন করা হয়েছে?

অথবা

পউষে বাদলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের ‘পুরোনো বচন’ আছে। বচনটি কী?

(iv) কবি রূপনারানের কূলে জেগে উঠে কী উপলব্ধি করলেন?

(iv) কবি রূপনারানের কূলে জেগে উঠে কী উপলব্ধি করলেন?

(v) ‘এসেছে সে ভোরের আলোয় নেমে।’ কে নেমে এসেছে ও নেমে এসে কী করছে?

(vi) মেঘ মদির মহুয়ার দেশে কী দেখা যায়?

অথবা

ক্রন্দনরতা জননীর পাশে থাকতে না পারলে কবির আছে কী কী অর্থহীন?

(vii) ‘দুরন্ত অভাব থেকেই এর জন্ম।’ এখানে কোন্ অভাবের কথা বলা হয়েছে?

(viii) ‘একটুও ভালো লাগে না বাড়িতে।’ বস্তার ভালো না লাগার কারণ কী?

(ix) ‘পড়তে জানে এমন এক মজুরের’ প্রশ্ন’ কবিতায় কোন্ কোন্ দেশের উল্লেখ আছে?

(x) ভাষা বিজ্ঞানের দিক থেকে আদর্শ অভিধানে প্রতিটি entry বা শব্দের তিন স্তর থাকে। স্তর তিনটি কী কী?

(xi) প্রত্যয় কাকে বলে ও কয় প্রকার?

(xii) ‘ন্যূনতম শব্দজোড়’ বলতে কী বোঝায়?

(বিষয়ভিত্তিক / বর্ণনামূলক প্রশ্নাবলি)

৩. অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৩.১ ‘মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়।’ কার লেখা এবং কোন্ গল্প থেকে নেওয়া হয়েছে? মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় কেন?

৩.২ ‘কী রকম যেন উগ্র চাহনি’ কার সম্পর্কে কার এই মন্তব্য? এই চাহনিকে উগ্র বলা হয়েছে কেন? উদ্দিষ্ট ব্যক্তির পরিচয় দাও।

8. অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৪.১ ‘সে কখনো করে না বঞ্চনা’ কে কখনও বঞ্চনা করে না? কবি কীভাবে এই উপলব্ধিতে পৌঁছেছেন?

৪.২ ‘এই ভোরের জন্য অপেক্ষা করছিল।’ – কোন্ ভোরের জন্য কে অপেক্ষা করছিল? যে অপেক্ষা করছিল, তার পরিণতি কী হয়েছিল?

৫. অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :

৫.১ ‘আর একবার এক মারাঠি, তামাশায় দেখেছিলাম’ বক্তা মারাঠি তামাশার কথা উল্লেখ করেছেন কেন? তিনি মারাঠি তামাশায় কী দেখেছিলেন?

৫.২ ‘আমি রোজ লুকিয়ে গ্রিনরুমে ঘুমোই চাটুজ্জেমশাই।, কোন্ নাটকে কার উক্তি? কার প্রতি এই উক্তি? তিনি কেন গ্রিনরুমে ঘুমান?

৬. অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৬.১ ‘পাতায়-পাতায় জয়/ জয়োৎসবের ভোজ’ বানাত কারা? পাতায় পাতায় কাদের জয় লেখা? ‘যারা জয়োৎসবের ভোজ’ বানাত, তাদের প্রতি বক্তার কী মনোভাব প্রকাশ পেয়েছে?

৬.২ ‘পাঞ্জাসাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি।’ কোন্ আশ্চর্য ঘটনার কথা জানতে পারেন লেখক? ঘটনাটি জানার পর তাঁর মনোভাব কেমন হয়েছিল?

৭. অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

৭.১ ‘অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠল মার কাছে শেখা গান।’ লেখক কী গান শুনেছিলেন মায়ের কাছ থেকে? কোন্ প্রসঙ্গে এই উক্তি করেছেন লেখক?

৭.২ ‘জেলখানা না দেখলে দেশের একটা বড়ো দিক অদেখা থেকে যায়।’ – এখানে কোন জেলখানার কথা বলা হয়েছে? সেই জেলখানার বর্ণনা দাও।

৮. অনধিক ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও।

৮.১ সমাজভাষাবিজ্ঞানের মূল ভাগগুলি উল্লেখ করো। উপলক্ষ্য অনুযায়ী ভাষা বা উপভাষার বদলকে সমাজবিজ্ঞানীরা কী বলেন। পরিস্থিতি অনুযায়ী ভাষা বদলের প্রক্রিয়াকে কী বলা হয়?

৮.২ বাগ্‌ধ্বনি প্রধানতঃ ক’ধরনের? ভাগগুলির নাম লেখো। বিভাজ্যধ্বনির দুটি মূল ভাগ কী কী?

৯. অনধিক ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:

৯.১ বাঙালির চিত্রকলা চর্চার ধারায় নন্দলাল বসুর অবদান আলোচনা করো।

৯.২ বাংলা চলচ্চিত্রের ধারায় ঋত্বিক ঘটক অথবা মৃণাল সেনের অবদান আলোচনা করো।

৯.৩ বাংলা চিকিৎসাবিজ্ঞানে রাধাগোবিন্দ কর অথবা কাদম্বিনী (বসু) গঙ্গোপাধ্যায়ের ভূমিকা সম্পর্কে আলোচনা করো।

৯.৪ বাঙালির কুস্তিচর্চার ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও।

১০.১ নিম্নে প্রদত্ত মানস-মানচিত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *