Presenting the HS Education Question 2023 for students who are appearing in the upcoming Higher Secondary examination.
(বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলী)
Table of Contents
HS Education Question 2023: MCQ
1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিকটি নির্বাচন করো :
(i) শিখনের একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক উপাদান হল
(a) অভাববোধ
(b) তাড়না
(c) প্রেষণা
(d) জেনে নেওয়া।
Check out : HS Geography Question 2023 | উচ্চ মাধ্যমিক ভূগোল প্রশ্ন ২০২৩
(ii) মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হল
(a) অভ্যাস
(b) তীব্রতা
(c) আগ্রহ
(d) মেজাজ।
(iii) প্রাচীন অনুবর্তন হল
(a) S-type
(b) R-type
(c) E-type
(d) M-type.
(iv) একটি পরিসংখ্যা 7 হলে Tally চিহ্ন হবে
(a)
(b) ||||
(c)
(d) III
(v) স্পীয়ারম্যানের মানসিক ক্ষমতার তত্ত্বটির নাম কী ?
(a) বহু উপাদান তত্ত্ব
(b) দ্বি-উপাদান তত্ত্ব
(c) একক উপাদান তত্ত্ব
(d) প্রাথমিক উপাদান তত্ত্ব ৷
(vi) পরিসংখ্যা বহুভূজ এক ধরনের
(a) রৈখিক লেখচিত্র
(b) সমান্তরাল লেখচিত্র
(c) অরৈখিক লেখচিত্র
(d) সাধারণ লেখচিত্র ।
(vii) 30 – 39 এর মধ্যবিন্দু হল
(a) 34
(c) 34-5
(b) 35
(d) 35.5
(viii) পরিবর্তনশীল রাশিকে বলে
(a) চল
(b) অচল
(c) প্রসার
(d) শ্রেণী-সীমা।
Check out : HS History Question 2023 | উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ২০২৩
(ix) কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতিটি হল
(a) মধ্যমমান
(b) গড়
(c) ভূয়িষ্ঠক
(d) আয়তলেখ।
(x) ভারত একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র হিসেবে পরিচিত হয় –
(a) 1947 সালে
(b) 1950 সালে
(c) 1948 সালে
(d) 1976 সালে।
(xi) শিক্ষাকে যুগ্মতালিকাভুক্ত করা হয় সংবিধানের কোন্ সংশোধনীতে ?
(a) 62 তম
(b) 42 তম
(c) 44 তম
(d) 93 তম ।
(xii) ‘Operation Blackboard’ কোন্ শিক্ষা কমিশনে বলা হয়েছে ?
(a) কোঠারী কমিশনে।
(b) মুদালিয়র কমিশনে
(c) স্যাডলার কমিশনে
(d) হান্টার কমিশনে।
(xiii) CABE-এর পুরো নাম কী ?
(a) Central Advisory Board of Education
(b) Centre Advance Board of Education
(c) Centre of Advance Education
(d) Centre Advice Board of Education.
(xiv) মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন ?
(a) ডঃ অনাথনাথ বসু
(b) লক্ষ্মণস্বামী মুদালিয়র
(c) সূর্যকুমার যাদব
(d) ডঃ করন সিং ।
(xv) “The destiny of India is being shaped in her classroom” – কোন্ কমিশন বলেছে ?
(a) রাধাকৃষ্ণান কমিশন
(b) কোঠারী কমিশন
(c) স্যাডলার কমিশন
(d) মুদালিয়র কমিশন।
(xvi) ‘সপ্তপ্রবাহ’ শব্দবন্ধটি কোন্ কমিশনে উল্লেখ করা আছে ?
(a) রাধাকৃষ্ণান কমিশন
(b) কোঠারী কমিশন
(c) মুদালিয়র কমিশন
(d) জাতীয় শিক্ষানীতি, 1986.
(xvii) শিক্ষা ক্ষেত্রে +2° স্তরের সুপারিশ করেন –
(a) মুদালিয়র কমিশন
(b) জাতীয় শিক্ষা কমিশন
(c) রাধাকৃষ্ণান কমিশন
(d) জাতীয় শিক্ষানীতি, 1986.
(xviii) ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা হল –
(a) 1948-49
(b) 1952-53
(c) 1964-66
(d) 1990-92.
(xix) ব্রেইল পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয় ______ শিশুদের।
(a) বোবা
(b) অন্ধ
(c) কালা
(d) অস্থি প্রতিবন্ধী।
(xxx) CRC-এর পুরো নাম কী ?
(a) Corrective Record Card
(b) Cumulative Record Card
(c) Combined Record Card
(d) Cumulative Remedy Card.
(xi) মূক ও বধিরদের জন্য ‘মৌখিক পদ্ধতি’র প্রবর্তন করেন
(a) কেটি অ্যালকর্ন
(b) লুই ব্রেইল
(c) সোফিয়া অ্যালকন
(d) জুয়ান পাবলো বনে।
(xxxii) অক্টেভ ব্যান্ড যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয় ?
(a) অন্ধত্ব
(b) তোতলামী
(c) হাঁটা
(a) বধিরতা।
(xxxiii) EFA-এর পুরো নাম কি ?
(a) Education For Adult
(b) Education For Activities
(c) Education For All
(d) কোনোটিই নয়।
(xxxiv) নিম্নলিখিত কোটি কম্পিউটারের আউটপুট যন্ত্র ?
(a) মাউস্
(b) কীবোর্ড
(c) প্রিন্টার
(d) স্ক্যানার।
HS Education Question 2023: SAQ
(সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী )
2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ) :
(i) বুদ্ধির সংজ্ঞা দাও।
অথবা
শিখনের দুটি বৈশিষ্ট্য লেখো।
(ii) আগ্রহের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
(iii) প্রসার বলতে কী বোঝো?
অথবা
(iv) কল্পিত গড় কী ?
(v) শিক্ষা প্রযুক্তিবিদ্যা কী ?
(v) অপানুবর্তন কী ?
অথবা
প্রাচীন অনুবর্তনের সাংগঠনিক রূপটি লেখো।
(vi) অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কী বোঝো ?
(vii) NCRHE-এর পুরো কথাটি লেখো।
অথবা
রাধাকৃষ্ণান কমিশনের অপর নাম কী ?
(viii) SSA-এর পুরো কথাটি লেখো।
(ix) – UGC কোন্ শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত ?
অথবা
NCERT-র পুরো কথাটি কী ?
(x) কত সালে রামমূর্তি কমিটি গঠিত হয় ?
অথবা
বহুমুখী বিদ্যালয় গঠনের সুপারিশ করে কোন্ কমিশন ?
(xi) www-এর পুরো কথাটি কী ?
অথবা
ভাষা গবেষণাগার বা ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি কী ?
(xii) সর্বশিক্ষা অভিযান কবে থেকে কার্যকর হয় ?
(xiii) ক’টি বিন্দু বা ডট্ দিয়ে ব্রেইল লেখা হয় ?
অথবা
মূকদের দু’টি শিক্ষা পদ্ধতির নাম লেখো।
((xiv) বয়স্ক শিক্ষার যে কোনো একটি লক্ষ্য উল্লেখ করো।
(xy) মধ্যমা কী ?
অথবা
পরিসংখ্যা বহুভুজের যে কোনো একটি সুবিধা লেখো ।
(xvi) ডেলর কমিশন কত সালে রিপোর্ট পেশ করে ?
HS Education Question 2023: LAQ
(বিষয়ভিত্তিক / বর্ণনামূলক প্রশ্নাবলী)
3. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
(a) সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
(b) অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতিগুলি সংক্ষেপে বর্ণনা করো।
4. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
(a) ‘মানুষ হয়ে ওঠার শিক্ষা’-এই উদ্দেশ্য কার্যকরী করতে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো।
(b) শিক্ষা প্ৰযুক্তিবিদ্যা কাকে বলে ? শিক্ষা ক্ষেত্রে এর যে কোনো দু’টি সুবিধা উল্লেখ করো।
5. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :
(a) প্রেষণা কাকে বলে ? প্রেষণা চক্রের বর্ণনা দাও। প্রেষণার শিক্ষাগত গুরুত্ব কী ?
(b) থর্ণডাইকের শিখনের মূল সূত্রগুলি লেখো। শিক্ষা ক্ষেত্রে যে কোনো দু’টি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো।
(c) নিম্নলিখিত অবিন্যস্ত স্কোরগুলিকে 5 একক শ্রেণী ব্যবধান বিশিষ্ট একটি পরিসংখ্যা বিভাজন স্থাপন করো। ঐ পরিসংখ্যা বিভাজনের মধ্যমমান (Median) নির্ণয় করো :
52 34 50 27 33 67 70 34 48 48
46 50 26 38 49 65 42 49 57 46
76 65 35 67 57 74 53 61 51 36
45 22 42 31 64 59 56 32 45 63
54 74 35 20 63 34 41 29 43 42
6. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :
(a) রাধাকৃষ্ণান কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি সম্পর্কে আলোচনা করো।
(b) মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো।
(c) 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে ‘অপারেশন ব্ল্যাকবোর্ড’ ও ‘নবোদয় বিদ্যালয়’ গঠনের ক্ষেত্রে কী কী সুপারিশের কথা বলা হয়েছে ?
Previous year questions, also known as PYQs are always a great tool for students who are going to appear for the exam in the future years. Previous year questions help to understand the types and trends of questions that usually comes in the examination. It also helps students to practice and self-evaluate themselves for the exam.
About the question paper
HS Education Question 2023 mainly contains three types of questions –
- MCQ – Multiple Choice Questions
- SAQ – Short Answer type Questions
- LAQ – Long Answer type Questions
MCQ
The questions contain 24 MCQs, each of the question carries 1 mark. There is no alternative question in MCQ section.
SAQ
The question contains 16 SAQ questions to be answered, every SAQ question carries 1 mark. Some of the questions contains internal alternatives.
LAQ
The last section of the question is LAQ. There are 5 LAQs in the question to be answered.
The LAQ section can further be divided into several parts.
Section (a) – Where each question carries 4 marks
(a) (i) 1st Part
Question No. 3: Total no. of question – 2, No. of questions to be answered – 1
(a) (ii) 2nd Part
Question No. 4: Total no. of question – 2, No. of questions to be answered – 1
Section (b) – Where each question carries 8 marks
(b) (i) 1st Part
Question No. 5: Total no. of question – 3, No. of questions to be answered – 1
(b) (ii) 1st Part
Question No. 6: Total no. of question – 3, No. of questions to be answered – 1
Conclusion
We hope that the HS Education Question 2023 will be beneficial to students who will be appearing for the next higher secondary exams. We have already uploaded a few PYQs of HS 2023 and we’ll continue to upload the rest of the HS 2023 question for students of all streams – arts, science and commerce.
Answers