5m ব্যাসার্ধের একটি বৃত্তের কেন্দ্রে 100µC তড়িতাধান অবস্থিত। একটি একক ধনাত্মক আধানকে বৃত্তের পরিধি বরাবর একবার প্রদক্ষিণ করাতে সম্পাদিত কার্য করতে হবে

প্রশ্ন

5m ব্যাসার্ধের একটি বৃত্তের কেন্দ্রে 100µC তড়িতাধান অবস্থিত। একটি একক ধনাত্মক আধানকে বৃত্তের পরিধি বরাবর একবার প্রদক্ষিণ করাতে কত জুল কার্য সম্পাদিত করতে হবে?

বিকল্প

(a) 500 J
(b) 20 J
(c) 0.05 J
(d) 0 J

উত্তর

(d) 0 J

ব্যাখ্যা / সমাধান

স্থিরতড়িৎ আকর্ষণ / বিকর্ষণ বল একপ্রকার সংরক্ষী (conservative) বল। সংরক্ষী বলের বৈশিষ্ট্য হল এই যে – এই প্রকার বলের সাহায্যে বদ্ধপথে সম্পাদিত কার্যের মান হয় 0 (শূন্য)

যেহেতু, এখানে 100µC এবং একক ধনাত্মক আধান ছাড়া অন্য কিছুর উল্লেখ নেই, তাই স্বাভাবিকভাবেই আধান দুটির মধ্যে ক্রিয়াশীল একমাত্র বল হল স্থিরতড়িৎ বল।

একক ধনাত্মক আধানকে বৃত্তের পরিধি বরাবর একবার প্রদক্ষিণ করানোর অর্থ হল অধানটি বৃত্তপথ (বদ্ধপথ) বরাবর একটি সম্পূর্ণ প্রদক্ষিণ সম্পন্ন করছে।

∴ সম্পাদিত কার্যের মান হয় 0

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *