যদি ax^2+7x+b = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং –3 হয় তবে a ও b-এর মান নির্ণয় করো

প্রশ্ন – ax2+7x+b = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং –3 হলে a ও b-এর মান কত হবে?

আরও পড়ুন – k এর কোন মানের জন্য 7x^2+kx – 3 = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে

সমাধান: যেহেতু, ax2+7x+b = 0 সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3
∴ 2/3 এবং -3 দ্বারা সমীকরণটি সিদ্ধ হবে।

এখন, ax2+7x+b = 0 সমীকরণে x = 2/3 বসিয়ে পাই

\Rightarrow a\left(\dfrac{2}{3}\right)^2 + 7\left(\dfrac{2}{3}\right) + b = 0

\Rightarrow \left(\dfrac{4a}{9}\right) + \dfrac{14}{3} + b = 0

\Rightarrow 4a + 42 + 9b = 0 [উভয়পক্ষকে 9 দ্বারা গুণ করে]

\Rightarrow 4a + 9b = -42 ……(i)

এখন, ax2+7x+b = 0 সমীকরণে x = (-3) বসিয়ে পাই

\Rightarrow a(-3)^2 + 7(-3) + b = 0

\Rightarrow 9a -21 + b = 0

\Rightarrow 9a + b = 21 ……(ii)

অপনয়ন পদ্ধতিতে (i) ও (ii) নং সমীকরণ সমাধান ->

(i) x 1 – (ii) x 9 থেকে পাই,

অপনয়ন পদ্ধতিতে দুটি সমীকরণ সমাধান করে a -র মান নির্ণয় করা

(ii) নং সমীকরণে a = 3 বসিয়ে পাই,

\Rightarrow 9x3 + b = 21

\Rightarrow b = 21 - 27 = -6

\Rightarrow b = -6

উত্তরax2+7x+b = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং –3 হলে a ও b-এর মান হবে যথাক্রমে 3 এবং -6

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *