যে নদী পরিকল্পনার সাহায্যে নদীতে বাঁধ নিয়ে নদীর অববাহিকা অঞ্চলে জলাধার নির্মাণ করে নদীর জলকে বেঁধে রাখা হয় এবং সারাবছর সেই জল দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন বা অববাহিকা অঞ্চলে বন্যা নিয়ন্ত্রণ, কৃষিকাজ, মৎসচাষ, নদীপথে পরিবহন ইত্যাদি বিভিন্ন কাজের মাধ্যমে নদী অববাহিকা অঞ্চলের মানুষদের সার্বিক উন্নতি ঘটানো হয়, তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলা হয়।
Table of Contents

বহুমুখী নদী পরিকল্পনার উদ্দ্যেশ্য
বন্যা নিয়ন্ত্রণ
Madhyamik Geography Question 2023
বহুমুখী নদী পরিকল্পনার অন্যতম উদ্দ্যেশ্য হল অববাহিকা অঞ্চলে বন্যা নিয়ন্ত্রণ। বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি হলে সেই জল নদীর দু-কুল ছাপিয়ে পার্শ্ববর্তী অঞ্চলে প্লাবন সৃষ্টি করে। নদী পরিকল্পনার মাধ্যমে নদীতে বাঁধ দিয়ে নদীর অতিরিক্ত জল জলাধারে আটকে রেখে বন্যা নিয়ন্ত্রণ করা যায়।
জলবিদ্যুৎ উৎপাদন
নদী পরিকল্পনায় নদীতে বাঁধ দিয়ে নদীর বিপুল জলরাশি এবং জলস্রোতকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা যায়।
কৃষিকাজ
নদী পরিকল্পনায় নদীর জলকে জলাধারে আটকে রেখে বছরের বিভিন্ন সময়ে (বিশেষ করে শুষ্ক ঋতুতে) ছেড়ে দিয়ে নদী অববাহিকা অঞ্চলে সারাবছর ধরে কৃষিকাজ করা যায়।
পাণীয় জল সরবরাহ
বহুমুখী নদী পরিকল্পনার মাধ্যমে নদীর জল জলাধারে আটকে রাখা হয়। যেসব অঞ্চলে ভূগর্ভ থেকে জল উত্তোলন কষ্টসাধ্য, সেইসব স্থানে এই জলাধারের জল পরিশ্রুত করে পাণীয় জলের কাজে ব্যবহার করা যায়।