নিস্ক্রিয় মৌল কাকে বলে? / নিস্ক্রিয় মৌলের সংজ্ঞা –
আধুনিক পর্যায়সারণির ১৮ নং গ্রপ বা মেন্ডেলিফের পর্যায় সারণির VIIA নং গ্রুপের মৌলদের নিষ্কিয় মৌল বলে।
নিষ্ক্রিয় মৌলের পরিচয়
পড়ুন – মেন্ডেলিফের পর্যায় সারণির ত্রুটি
নিষ্ক্রিয় মৌলগুলি হল –
- He (হিলিয়াম)
- Ar (আর্গন)
- Ne (নিয়ন)
- Kr (ক্রিপ্টন)
- Rd (রেডন)
- Xe (জেনন)
নিষ্ক্রিয় মৌলদের বৈশিষ্ট / নোবেল গ্যাসের বৈশিষ্ট্য –
১) নিষ্ক্রিয় মৌলগুলি বা নোবেল গ্যাসগুলি সাধারণত রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। অর্থাৎ নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস সাধারণভাবে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না।
২) প্রাচীন সময় মনে করা হতো যে নোবেল গ্যাস গুলি কখনোই পরস্পর যুক্ত হয়ে বা কোন মৌলের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করতে পারে না।
৩) নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস সাধারণভাবে বর্ণহীন, গন্ধহীন ও অনুদবায়ী।
৪) নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস জলে অদ্রাব্য।
৫) নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাসগুলির শেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে। শুধুমাত্র হিলিয়াম বাদে প্রতিটি নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস – এর অষ্টক পূর্ণ থাকে (হিলিয়াম এর বাইরের কক্ষপথে ২ টি ইলেকট্রন থাকে)।