প্রদত্ত সমীকরণটি হল – x2−6x+8=0
প্রমাণ করতে হবে, একটি বীজ অপরটির বর্গ
⇒ x2− (4+2)x + 8=0
⇒ x2−4x -2x + 8=0
⇒ x(x-4) -2(x-4) = 0
⇒ (x-4) (x-2) = 0
হয়, x – 4 = 0
∴ x = 4
নাহলে, x – 2 = 0
∴ x = 2
সমীকরণটির ২ টি বীজ পাওয়া গেল, যথা – 2 ও 4
স্পষ্টতই, বীজ দুটি একে ওপরের বর্গ [যেহেতু, 4 = 22]
∴ x2−6x+8=0 সমীকরণের একটি বীজ অপরটির বর্গ – প্রমাণিত