রক্তদান শিবির

রক্তদান শিবির প্রতিবেদন রচনা

রক্তদান শিবির প্রতিবেদন : ভূমিকা

বনগাঁ রবীন্দ্র সেবা সংঘ এর ব্যবস্থাপনায় গতকাল ১লা জানুয়ারি ক্লাব সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত হল এক মহতী রক্তদান শিবির। ক্লাবে সেক্রেটারি মাননীয় শ্রী অসীম বসু এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজনীতি ও সাংস্কৃতিক জগতের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি চন্দ্রদীপ্ত মুখোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় থানার ওসি, জাতীয় শিক্ষক অনীশ ভট্টাচার্য প্রমুখ।

রক্তদান শিবির

সকাল ৯.৩০ এর সময় শিবিরের সূচনা হয়। শিবিরের প্রথম রক্ত দান করেন ক্লাবের সদস্য নিরেশ রায়। অনুষ্ঠানে রক্তদান করেছিলেন ১০০ র ও বেশি রক্তদাতা। রক্ত সংগ্রহ করে বনগাঁ মহকুমা হাসপাতাল। রক্তদান শিবির চলে বিকাল ৪.৩০ পর্যন্ত।

প্রত্যেক রক্তদাতা কে ক্লাবের পক্ষ থেকে স্মারক এবং শংসাপত্র দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও ক্লাবের পক্ষ থেকে প্রত্যেক রক্তদাতার জন্য ফল এবং বিভিন্ন প্রকার স্বাস্থ্যকর খাদ্য উপাদান এর ব্যবস্থা করা হয়। রক্তদান করার পর যেসকল রক্ত দাতারা অসুস্থতা বোধ করেন তাদের জন্য নির্দিষ্ট বিশ্রামের জায়গার সুব্যবস্থা করা ছিল ক্লাবের পক্ষ থেকে।

রক্তদান সম্পর্কে মূল্যবান বক্তব্য রাখেন কবি চন্দ্রদীপ্ত মুখোপাধ্যায়। রক্তদানের প্রয়োজনীয়তা এবং রক্তদান নিয়ে সমাজে প্রচলিত বিভিন্ন অন্ধবিশ্বাস এর ওপর আলোকপাত করেন জাতীয় শিক্ষক অনীশ ভট্টাচার্য।

রক্তদান শিবির প্রতিবেদন : উপসংহার

অনুষ্ঠানের শেষের দিকে ক্লাবের সেক্রেটারি অসীম বসু প্রত্যেক রক্তদাতা কে ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। ক্লাব সভাপতি ধন্যবাদসূচক বক্তব্যের মাধ্যমে এই রক্তদান শিবিরের পরিসমাপ্তি ঘটে। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন ত্রিবেদী চৌধুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *