অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যালুমিনিয়ামজাত যৌগগুলির মধ্যে অন্যতম বহুল পরিচিত একটি যৌগ।
অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যালুমিনা নামেও পরিচিত। অ্যালুমিনিয়াম অক্সাইড এর রাসায়নিক সংকেত Al2O3। অর্থাৎ, এটি গঠিত হয় Al3+ এবং O2– আয়ন দিয়ে।
অ্যালুমিনিয়াম অক্সাইড এর রাসায়নিক গঠন নিচে বর্ণনা করা হল-
অ্যালুমিনিয়াম অক্সাইড একটি কেলাসাকার যৌগ যাতে প্রতিটি অ্যালুমিনিয়াম পরমাণুকে ঘিরে থাকে ৬ টি (ছয়টি) অক্সিজেন পরমাণু।
আরও পড়ুন : দ্বৈত লবণ বা যুগ্ম লবণ বা দ্বি লবণ কাকে বলে
অ্যালুমিনিয়াম অক্সাইড মৌলের কেলাসের আকৃতি অষ্টতলকীয়।
অ্যালুমিনিয়াম অক্সাইড যৌগে অ্যালুমিনিয়াম মৌলের স্তর অক্সিজেন মৌলের স্তরের সঙ্গে আবদ্ধ থাকে। প্রতিটি অ্যালুমিনিয়াম মৌল তার সঙ্গে একই স্তরে থাকা তিনটি অক্সিজেন মৌলের সঙ্গে সমযোজী বন্ধন ও তার সঙ্গে সংলগ্ন স্তরে থাকা ৩ টি অক্সিজেন মৌলের সঙ্গে আয়নীয় বন্ধনে আবদ্ধ থাকে।