স্কলারশিপ এর নাম : স্বামী বিবেকানন্দ মিনস কাম মেরিট স্কলারশিপ কারা যোগ্য: ক্লাস ১১, ১২ এবং স্নাতক ও স্নাতকোত্তীর্ণ স্তরে পাঠরত ছাত্রছাত্রীরা।
স্বামী বিবেকানন্দ মিনস কাম মেরিট স্কলারশিপ হল পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রদত্ত একটি স্কলারশিপ যা উচ্চমাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তর ছাত্রছাত্রীদের ক্ষেত্রে প্রদান করা হয়ে থাকে। গত ৩ রা নভেম্বর এ বছরের জন্য এই স্কলারশিপ পোর্টালের উদ্বোধন করা হয়েছে।
করা আবেদন করতে পারবে?
বর্তমানে একাদশ দ্বাদশ স্নাতক স্নাতকোত্তর এবং পিএইচডি কোর্সে পাঠরত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবে।
কিভাবে আবেদন করতে হবে?
স্বামী বিবেকানন্দ মিনস কাম মেরিট স্কলারশিপ এর আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন হয়। আবেদনকারী ছাত্র-ছাত্রী কে স্কলারশিপ এর পোর্টালে গিয়ে স্কলারশিপ এর জন্য আবেদন করতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
স্বামী বিবেকানন্দ মিনস কাম মেরিট স্কলারশিপে আবেদনের জন্য যে যে নথিপত্র থাকতে হবে সেগুলি হল:
আবেদনকারী ছাত্র / ছাত্রীর ছবি (JPG. JPEG ফরম্যাটে)
This is only for the students of westbengal board ICSC OR CBSC STUDENTS ARE NOT ELIGIBLE AS PER COLLEGE ADMINISTRATION