স্বামী বিবেকানন্দ মিনস কাম মেরিট স্কলারশিপ - যাবতীয় তথ্য

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর যাবতীয় তথ্য – কিভাবে, কোথায় আবেদন করবেন | প্রয়োজনীয় ডকুমেন্টস

একনজরে:

স্কলারশিপ এর নাম : স্বামী বিবেকানন্দ মিনস কাম মেরিট স্কলারশিপ
কারা যোগ্য: ক্লাস ১১, ১২ এবং স্নাতক ও স্নাতকোত্তীর্ণ স্তরে পাঠরত ছাত্রছাত্রীরা।

স্বামী বিবেকানন্দ মিনস কাম মেরিট স্কলারশিপ - যাবতীয় তথ্য

স্বামী বিবেকানন্দ মিনস কাম মেরিট স্কলারশিপ হল পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রদত্ত একটি স্কলারশিপ যা উচ্চমাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তর ছাত্রছাত্রীদের ক্ষেত্রে প্রদান করা হয়ে থাকে। গত ৩ রা নভেম্বর এ বছরের জন্য এই স্কলারশিপ পোর্টালের উদ্বোধন করা হয়েছে।

করা আবেদন করতে পারবে?

বর্তমানে একাদশ দ্বাদশ স্নাতক স্নাতকোত্তর এবং পিএইচডি কোর্সে পাঠরত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবে।

কিভাবে আবেদন করতে হবে?

স্বামী বিবেকানন্দ মিনস কাম মেরিট স্কলারশিপ এর আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন হয়। আবেদনকারী ছাত্র-ছাত্রী কে স্কলারশিপ এর পোর্টালে গিয়ে স্কলারশিপ এর জন্য আবেদন করতে হবে।

Scholarship Portal Screenshot
স্কলারশিপ পোর্টাল এর ছবি

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

স্বামী বিবেকানন্দ মিনস কাম মেরিট স্কলারশিপে আবেদনের জন্য যে যে নথিপত্র থাকতে হবে সেগুলি হল:

  • আবেদনকারী ছাত্র / ছাত্রীর ছবি (JPG. JPEG ফরম্যাটে)
  • মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট।
  • শেষ বোর্ড / কাউন্সিল / কলেজ পরীক্ষার মার্কশিট।
  • ভর্তির রশিদ
  • আবেদনকারী ছাত্রছাত্রীদের পারিবারিক আয়ের শংসাপত্র (ইনকাম সার্টিফিকেট)
  • ব্যাংকের পাস বইয়ের ছবি।

(বিশেষ দ্রষ্টব্য: 

  1. উক্ত নথি গুলি পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে
  2. কন্যাশ্রীদের জন্য আয়ের শংসাপত্র (ইনকাম সার্টিফিকেট) প্রযোজ্য নয়।)

যোগ্যতা:

  • স্বামী বিবেকানন্দ মিনস কাম মেরিট স্কলারশিপ পাওয়ার জন্য আবেদনকারী ছাত্র-ছাত্রীকে পূর্বের বোর্ড / কাউন্সিল / কলেজ পরীক্ষায় ন্যূনতম ৬০% নম্বর পেতে হবে
  • আবেদনকারী ছাত্র বা ছাত্রীর বাৎসরিক পারিবারিক আয় ২.৫০ লাখ এর কম হতে হবে

উল্লেখ্য: ২০২২ শিক্ষাবর্ষের ১১ বা ১২ ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ এর নতুন আবেদন এবং নবীকরণ এর প্রক্রিয়া শুরু হয়েছিল গত ১৭ই আগস্ট থেকে।

1 thought on “স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর যাবতীয় তথ্য – কিভাবে, কোথায় আবেদন করবেন | প্রয়োজনীয় ডকুমেন্টস”

  1. This is only for the students of westbengal board ICSC OR CBSC STUDENTS ARE NOT ELIGIBLE AS PER COLLEGE ADMINISTRATION

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *