২০২২ কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা।

ফ্রান্সকে পেনাল্টিতে ৪-০ গোলে হারিয়ে এবারের বিশকাপজয়ী দল আর্জেন্টিনা।

২০২২ এর বিশ্বকাপে বিজয়মুকুট পড়ল লিওনেস মেসি।

Image Credit : Google

এই ফাইনাল নিঃসন্দেহে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সেরা ফাইনাল। এর আগে বিশ্বকাপের কোনো ফাইনাল এত উত্তেজনা পূর্ণ হয়নি।

Image Credit : Twitter

ফাইনালে নির্ধারিত সময়ে অর্থাৎ ৯০ মিনিট পর ফ্রান্স এবং আর্জেন্টিনা দুই দলেরই স্কোর দাড়ায় ২-২ এর সমতায়

অতিরিক্ত সময়ে ফ্রান্স এবং আর্জেন্টিনা উভয় দলই ১ টি করে গোল করে ৩-৩ গোলে ম্যাচে সমতা ফেরায় (মেসি ১০৮’ এবং এমব্যাপে ১১৮’)

Image Credit : Twitter

ফ্রান্সের হয়ে ৩ টি গোলই করেন এমব্যাপে। বিশ্বকাপ ফাইনালে ৩-৩ টি গোল করে হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন তিনি।

Image Credit : Twitter

আর্জেন্টিনার হয়ে সম্পূর্ণ সময়ে ২ টি গোল করেন লিওনেস মেসি এবং ১ টি গোল করেন ডি মারিয়া।

Image Credit : Google

মেসির অগণিত ভক্তদের কাছে আজকের দিনটি চির স্মরণীয় হয়ে থাকবে -  অবশ্যই বিশ্বকাপ জি মার ছাড়বেন সর্বকালের ফুটবলার লিও মেসি।

Image Credit : Google