২০২২ এর টি-টোয়েন্টি বিশ্বকাপ এ চ্যাম্পিয়ন হল ইংল্যান্ড। পাকিস্তানকে হারিয়ে ৫ উইকেটে জয়ী ইংল্যান্ড।

আজ ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ, এই ফাইনাল ম্যাচে পাকিস্তান কে হারিয়ে এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জয়লাভ করল ইংল্যান্ড।

খেলা অনুষ্ঠিত হয়েছিল মেলবোর্ন এ। টসে জিতেছিল ইংল্যান্ড, টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড - ম্যাচেও জিতল তারা

প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান করেছিল ৮ উইকেটের বিনিময়ে ১৩৭। তাদের দলের হয়ে সর্বোচ্চ রান করে মাসুদ (৩৮), বাবর আজম করে ২৮ বলে ৩২।

জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ১৯ ওভারে ৫ উইকেটের বিনিময়ে লক্ষ্য অর্জন করে। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করে বেন স্টোকস (৪৯ বলে ৫২ - অপরাজিত)।

পাকিস্তানের বিরুদ্ধে বলে সেরা প্রদর্শন করে স্যাম কারান। ৪ ওভার বল করে মাত্র ১২ রানের বিনিময়ে তিনি ৩ উইকেটে সংগ্রহ করেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে হ্যারিস রাউফ ৪ ওভার বল করে ২৩ রানের বিনিময়ে ২ উইকেট নেন - এটাই সেই দলের সেরা বোলিং ফিগার।

স্যাম কারান এই ম্যাচের মান অফ দ্যা প্লেয়ার হিসাবে মনোনীত হন। তিনি প্লেয়ার অফ দা সিরিজ হিসাবেও মনোনীত হন।