দাউ দাউ করে জ্বলছে আগুন, লেলিহান শিখা গিলে খাচ্ছে একের পর এক বাড়ি, কালো ধোঁয়ায় ভরেছে চারপাশ।

শনিবার এমনই ঘটনা ঘটলো দার্জিলিং জেলার শিলিগুড়িতে।

শনিবারের সন্ধ্যায় শিলিগুড়ির ক্ষুদিরাম পল্লীর এক বস্তিতে গোডাউনে আগুন লাগে। সেই আগুন দ্রুত ছড়ায় এবং তার জেরে পুড়ে ছাই প্রায় ৭০ টি বাড়ি।

স্থানীয়দের অভিযোগ খবর দেওয়া হলেও অনেক দেরিতে আসে দমকল। তাদের দাবি প্রথমে দমকলের একটি ইঞ্জিন আসে তার ফলে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

স্থানীয়দের মতে, শেষমেষ নটি দমকলের ইঞ্চি ৪ ঘন্টায় আগুন নেভায়, ততক্ষণে ভস্মীভূত হয়ে গেছে প্রায় ৭০ টি বাড়ি।

যদিও ডিভিশনাল ফায়ার অফিসার এর দাবি - ডোমকল ইঞ্জিন পৌঁছাতে দেরি হয়নি, প্রথমে দুটি ইঞ্জিন ছিল পরে আরো সাতটা ইঞ্জিন গিয়ে আগুন নেভায়

মাথা গোজার ঠাঁই হারিয়ে দিশেহারা প্রায় ৭০ টি পরিবার। প্রশাসনের আশ্বাস মিলেছে।

কিন্তু সেই আশ্বাস পূরণ হবে তো? বর্তমানে আশায় প্রহর গুনছেন স্থানীয়রা।