কিছুতেই পড়াতে মন বসে না?

এই পদ্ধতিগুলো অনুসরণ করলে পড়াতে মন বসতে বাধ্য।

নির্দিষ্ট লক্ষ্য তৈরি করুন

v

প্রতিবার পড়তে বসার আগে যতটা পড়বেন তার একটা লক্ষ্য তৈরি করুন এবং সেই লক্ষ্যকে ছোঁয়ার চেষ্টা করুন। এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে।

নির্দিষ্ট সময়সূচি তৈরি করুন

প্রতিদিন নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী সকালে বা সন্ধ্যায় পড়তে বসা খুবই ভালো অভ্যাস। আপনি নিজের সুবিধা এবং প্রয়োজনমতো সময়সূচি তৈরি করতে পারেন।

মোবাইল দূরে রাখুন

যেসব জিনিসপত্রগুলি আপনাকে পড়াশুনা থেকে বিরত করে, পড়তে বসার সময় সেগুলোকে নিজের থেকে দূরে রাখুন।

জোরে জোরে পড়ুন

'আপনি ততক্ষণ কিছু পড়ছেন না যতক্ষণ না পর্যন্ত আপনার কানের তা শুনছে'। তাই পড়ার বিষয়গুলি জোরে জোরে পড়ুন। বিজ্ঞানীরা প্রমাণ করেছেন জোরে পড়লে তাড়াতাড়ি পড়া মুখস্ত হয়।

আত্মবিশ্বাস রাখুন

আত্মবিশ্বাসই সবকিছু - তাই নিজের ওপর আত্মবিশ্বাস রাখুন। একটি দীর্ঘশ্বাস নিন এবং পড়াতে মনোনিবেশ করুন।

এরকম আরও নতুন নতুন তথ্য জানতে, নিয়মিত কারেন্ট অ্যাফেরার্স পেতে চোখ রাখুন -