আবারো নিজেদের পরিচয় দিল জাপানিরা! বিশ্বকাপের মঞ্চে তারা কি এমন করলেন যাতে ফুটবল মহল?
আবারো নিজেদের পরিচয় দিল জাপানিরা! বিশ্বকাপের মঞ্চে তারা কি এমন করলেন যাতে ফুটবল মহল?
Image Credit: Wikipedia
Image Credit: Wikipedia
গতকাল, ২৩ শে নভেম্বর দোহার খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ছিল জাপান এবং জার্মানির মধ্যে ফিফা বিশ্বকাপের গ্রুপ E পর্যায়ের ম্যাচ।
গতকাল, ২৩ শে নভেম্বর দোহার খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ছিল জাপান এবং জার্মানির মধ্যে ফিফা বিশ্বকাপের গ্রুপ E পর্যায়ের ম্যাচ।
ম্যাচে জার্মানিকে ২-০ গোলে পরাজিত করে জাপান। ম্যাচ শেষে এমন ঘটনা ঘটে যার দেখে আবারও অভিভূত বিশ্ববাসী।
ম্যাচ শেষে দেখা যায়, জাপানের দর্শকবৃন্দ স্টেডিয়াম পরিষ্কার করছে - শুধু নিজের উচ্ছিষ্ট নয়, সমগ্র স্টেডিয়াম পরিষ্কার করলেন তারা।
ম্যাচ শেষে দেখা যায়, জাপানের দর্শকবৃন্দ স্টেডিয়াম পরিষ্কার করছে - শুধু নিজের উচ্ছিষ্ট নয়, সমগ্র স্টেডিয়াম পরিষ্কার করলেন তারা।
Image Credit: Twitter
Image Credit: Twitter
শুধু জাপানি দর্শকরাই নন, খেলোয়াড়রাও একই মানসিকতার পরিচয় দিয়েছেন। খেলা শেষে খেলোয়াররা পরিষ্কার করেছেন নিজের ড্রেসিংরুম।
শুধু জাপানি দর্শকরাই নন, খেলোয়াড়রাও একই মানসিকতার পরিচয় দিয়েছেন। খেলা শেষে খেলোয়াররা পরিষ্কার করেছেন নিজের ড্রেসিংরুম।
Image Credit: Twitter
Image Credit: Twitter
ঘটনা দেখে অবাক এক কাতারবাসী জাপানিদেরকে এর কারণ জিজ্ঞাসা করলে তারা বলেন যে তারা কোন জায়গা অপরিষ্কার রাখেন না এবং সব জায়গাকে সমান সম্মান দিতে জানেন।
ঘটনা দেখে অবাক এক কাতারবাসী জাপানিদেরকে এর কারণ জিজ্ঞাসা করলে তারা বলেন যে তারা কোন জায়গা অপরিষ্কার রাখেন না এবং সব জায়গাকে সমান সম্মান দিতে জানেন।
Image Credit: Twitter
Image Credit: Twitter
যদিও পৃথিবীর বুকে প্রথমবার এমন ঘটনা ঘটেনিনি জাপানিরা - ২০০৪ সালে শহর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত এক ফুটবল ম্যাচেও একই দৃশ্য দেখা গিয়েছিল।
যদিও পৃথিবীর বুকে প্রথমবার এমন ঘটনা ঘটেনিনি জাপানিরা - ২০০৪ সালে শহর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত এক ফুটবল ম্যাচেও একই দৃশ্য দেখা গিয়েছিল।
Image Credit: Wikipedia
Image Credit: Wikipedia