প্রথম :
ভ্যাটিকান সিটি
পৃথিবীর সবচেয়ে কম জনবসতিপূর্ণ দেশের নাম হল ভ্যাটিকান সিটি। এটি পৃথিবীর সবচেয়ে ছোট দেশও বটে। ২০১৯ সালে এখানকার জনসংখ্যা ছিল মাত্র ৮২৫ জন।
দ্বিতীয় :
নাউরু
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ওশিয়ানিয়া মহাদেশের দেশ নাউরু। ২০২০ সালের হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা মাত্র ১০৮৩৪ জন।
তৃতীয় :
টুভালু
এরপরই রয়েছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত ওশিয়ানিয়া মহাদেশের অপর একটি দেশ টুভালু। এখানকার জনসংখ্যা ১১৭৯২ জন।
এরকম আরও নতুন নতুন তথ্য জানতে, নিয়মিত কারেন্ট অ্যাফেরার্স পেতে চোখ রাখুন -
এরকম আরও নতুন নতুন তথ্য জানতে, নিয়মিত কারেন্ট অ্যাফেরার্স
পেতে চোখ রাখুন -
Click Here To Join Our Telegram Channel
Amipori.in - এ
Amipori.in - এ