আজ অর্থাৎ ৬ ই মার্চ শুরু হল এবছরের নিট (NEET) পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আসুন জেনে নেওয়া যাক রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তথ্যাবলী।

NEET 2023 এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে ৬ই মার্চ থেকে এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে  ৬ই এপ্রিল পর্যন্ত। পরীক্ষা হবে ৭ই মে ২০২৩, রবিবারে।

তারিখ

জেনারেল (General) category ছাত্রছাত্রীদের জন্য রেজিস্ট্রেশন ফিজ ১৭০০ টাকা। OBC এবং SC / ST দের জন্য যথাক্রমে ১৬০০ এবং ১০০ টাকা।

ফিজ

NEET 2023 আবেদনকারী ছাত্র ও ছাত্রীর আবেদন করার সময় বা মেডিকেলের প্রথম বর্ষের ৩১ শে ডিসেম্বর এ নূন্যতম বয়স ১৭ হতে হবে।

বয়স

বয়স

neet.nta.nic.in এর website থেকে NEET 2023 এর জন্য ফর্ম ফিলাপ করতে হবে । পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যও এই official website থেকে পাওয়া যাবে।

ওয়েবসাইট

সর্বভারতীয় নিট পরীক্ষাতে তাকে ২০০ টি mcq - পদার্থবিদ্যা, রসায়ন, উদ্ভিদবিদ্যা এবং প্রাণীবিদ্যা প্রতিটি বিষয় থেকে ৫০টি করে mcq থাকে।

প্রশ্নের ধরণ

২০০ নম্বরের জন্য এই পরীক্ষাতে বরাদ্দ সময় ২০০ মিনিট বা ৩ ঘন্টা ২০ মিনিট, পরীক্ষা শুরু হবে দুপুর ২ টার সময় এবং শেষ হবে ৫:২০ তে।

সময়