আজ ফাইনাল খেলার মাধ্যমে শেষ হবে এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

ইতিমধ্যে ইংল্যান্ডের কাছে সেমিফাইনালে ১০ উইকেটে হেরে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ভারত, তবুও ভারতীয় দল খালি হাতে দেশে ফিরবে না।

চলুন দেখে নেওয়া যাক টি-২০ বিশ্বকাপ ২০২২ এ অংশগ্রহণকারী প্রত্যেকটি দল কত টাকা অর্থ মূল্য পুরস্কার পাবে,

টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এর ঘোষণা অনুযায়ী, বিজেতা দল পাবে ১৬ লক্ষ ডলার। ভারতীয় টাকায় যার মূল্য প্রায় ১২.৮৮ কোটি টাকা।

টুর্নামেন্টে রানার্স-আপ দল ৮ লক্ষ টাকা অর্থমূল্য  পুরস্কার পাবে। ভারতীয় টাকার হিসাবে যা প্রায় সাড়ে ৬ কোটি টাকার কাছাকাছি।

সেমিফাইনাল পর্যায়ে বিদায় নেওয়া দলগুলির প্রত্যেকটি ৪ লক্ষ ডলার (৩ কোটি ২২ লক্ষ টাকা) অর্থমূল্য পাবে।

অর্থাৎ সেমিফাইনালে ইংল্যান্ডের বিরূদ্ধে পরাজিত ভারত এবং পাকিস্তানের বিরূদ্ধে পরাজিত নিউজিল্যান্ড ৩ কোটি ২২ লক্ষ টাকা পুরস্কার পাবে।

এছাড়াও, সুপার-১২ বিভাগে উত্তীর্ণ বাকি ৮ টি দলের প্রত্যেকটি দল ৭০ হাজার আমেরিকান ডলার (৫৬ লক্ষ ৩৫ হাজার টাকা) পুরস্কার পাবে।