সারা বিশ্বের সবথেকে বেশি পরিমাণে উৎপাদিত হওয়া খাদ্যশস্যের মধ্যে গম অন্যতম। আসুন দেখে নেওয়া যাক পৃথিবীর মধ্যে সবথেকে বেশি কম উৎপাদন করে কোন ৫ টি দেশ এবং এই তালিকাতে ভারতের অবস্থানই বা কোথায়
প্রথম : চীন
২০২০ সালের একটি পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীর মধ্যে সবথেকে বেশি পরিমাণে গম উৎপাদন করে চীন। উক্ত সালে চীনের মোট উৎপাদিত গমের পরিমাণ ছিল ১৩৪.৩ মিলিয়ন মেট্রিক টন।
দ্বিতীয় : ভারত
চীনের পরেই সমগ্র পৃথিবীর মধ্যে সবথেকে বেশি পরিমাণে গম উৎপাদক দেশগুলির মধ্যে দ্বিতীয় আমাদের দেশ ভারত। ২০২০ সালে ভারতে উৎপাদিত গমের পরিমাণ ছিল ১০৭.৬ মিলিয়ন মেট্রিক টন।
তৃতীয় : রাশিয়া
তালিকায় এর পরেই অবস্থান করছে আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া। ২০২০ সালে রাশিয়া কর্তৃক উৎপাদিত গমের পরিমাণ ছিল ৮৫.৯ মিলিয়ন মেট্রিক টন।
চতুর্থ : আমেরিকা
পৃথিবীর চতুর্থ বৃহত্তম গম উৎপাদক দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র। আলোচ্য বছরে আমেরিকা কর্তৃক উৎপাদিত গমের পরিমাণ ছিল ৫৯.৭ মিলিয়ন মেট্রিক টন।
পঞ্চম : কানাডা
এই তালিকার পঞ্চম স্থানাধিকারী দেশ হল ক্ষেত্রফলের বিচারে পৃথিবীর ২য় বৃহত্তম দেশ কানাডা। ২০২০ সালের হিসাবে কানাডা ৩৫.২ মিলিয়ন মেট্রিক টন গম উৎপাদন করেছিল।
এরকম আরও নতুন নতুন তথ্য জানতে, নিয়মিত কারেন্ট অ্যাফেরার্স পেতে চোখ রাখুন -
এরকম আরও নতুন নতুন তথ্য জানতে, নিয়মিত কারেন্ট অ্যাফেরার্সপেতে চোখ রাখুন -