বিরাট কোহলি - ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম সেরা নাম।

১৯৮৮ সালে দিল্লিতে জন্ম - ২০০৮ সালের ১৮ ই অগাস্ট দেশের হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি - সেখান থেকেই শুরু।

তারপরে কোহলি খেলেছেন শয়ে শয়ে টেস্ট, ওয়ান ডে, টি টোয়েন্টি ম্যাচ। রান করেছেন অগুনতি। তৈরি করেছেন অজস্র ঐতিহাসিক রেকর্ড।

গত ২৩ সে অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে অবিস্মরণীয় ইনিংস খেলেন কোহলি।

আজ সকাল সকাল সেই ম্যাচের কথা নিয়ে জানিয়ে এক আবেগঘন টুইট করেন কিং কোহলি।

ট্যুইটে তিনি লেখেন, ২৩ শে অক্টোবর ২০২২ তার হৃদয়ে এক বিশেষ দিন হিসাবে থাকবে। তিনি এও বলেন যে এর আগের কোন ক্রিকেট ম্যাচে এরকম Energy পাননি।

টুইট করার সঙ্গে সঙ্গেই টা ভাইরাল হয়ে যায় - এই টুইটার মাধ্যমে কি বার্তা দিতে চাইছেন কোহলি টা নিয়ে দ্বিধাবিভক্ত তার ভক্তেরা।

অনেকেই এই আবেগকে মহেন্দ্র সিং ধোনির অবসরের টুইটের সঙ্গে তুলনা করেছেন। তারা অশঙ্কা প্রকাশ করেছেন যে হয়তো এভাবেই কোনো দিন কোহলি নিজের অবসরের কথা জানাবেন - তবে সেই দিন যত দূরে থাক, তত মঙ্গল।