আগামীকাল রবিবার অর্থাৎ ৩০ শে এপ্রিল তারিখে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। শেষ মুহূর্তের প্রস্তুতিও তুঙ্গে।

আগামীকাল রবিবার অর্থাৎ ৩০ শে এপ্রিল তারিখে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। শেষ মুহূর্তের প্রস্তুতিও তুঙ্গে।

রাজ্যের পরীক্ষার্থী ছাড়াও এই পরীক্ষা দিতে বাইরের রাজ্য থেকে পরীক্ষার্থীরা আসছেন। তার জন্য চালু করা হচ্ছে বিশেষ ট্রেনও।

বিশেষ ব্যবস্থা থাকছে শিয়ালদহ রেলের শাখাতেও। পরীক্ষার প্রথম পর্বে রয়েছে অঙ্ক। যা চলবে সকাল ১১ টা থেকে দুপুর ১টা অবধি।

দ্বিতীয় পর্বে হবে পদার্থবিদ্যা এবং রসায়নের পরীক্ষা। বেলা ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত চলবে এই পর্বের পরীক্ষা।

এ বার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১,২৮,৯১৯ জন। পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য থেকেও আসছেন বহু পরীক্ষার্থী।

মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ৩০৬। অসমের শিলচর এবং ত্রিপুরার আগরতলাতেও রয়েছে পরীক্ষাকেন্দ্র। সকল পরীক্ষার্থীদের জন্য রইল শুভকামনা।