ড. বিধান চন্দ্র রায় ছিলেন পশ্চিমবঙ্গের সর্বকালের সেরা ডাকাক্তদের মধ্যে একজন।
তাঁকে ‘বাংলার রূপকার’ বলা হয়।
সল্ট লেক তাঁরই স্বপ্নের বাস্তবায়ন - বিধানগর তাঁরই নামে নামাঙ্কিত।
১৯৬১ সালে তিনি ভারতরত্ন সম্মানে ভূষিত হন।
১ লা জুলাই এই মহান ব্যক্তিত্বের জন্মদিবস – তাঁর জন্মদিবসকে প্রতিবছর National Doctor’s Day হিসাবে পালন করা হয়ে থাকে।
এরকম আরও নতুন নতুন তথ্য জানতে, নিয়মিত কারেন্ট অ্যাফেরার্স পেতে চোখ রাখুন -
এরকম আরও নতুন নতুন তথ্য জানতে, নিয়মিত কারেন্ট অ্যাফেরার্স
পেতে চোখ রাখুন -
Click Here To Join Our Telegram Channel
Amipori.in - এ
Amipori.in - এ