সেমিফাইনালে ইংল্যান্ড এর কাছে হেরে টি ২০ বিশ্বকাপের থেকে এ বছরের জন্য বিদায় নিল ভারত।

কি ছিল সেই পাঁচটি ভুল যার জন্য বিদায় নিতে হল ভারতকে, চলুন দেখে নেওয়া যাক।

চাহালকে কোন জায়গা না দেওয়া

গত ম্যাচে কেন খেলানো হলোনা যুজবেন্দ্র চাহাল কে? এ নিয়ে দ্বিধা-বিভক্ত ইন্টারনেট...

Image Credit : Goole

সীমিত ওভারের খেলায় যুজবেন্দ্র চাহাল এই মুহূর্তে ভারতের সর্ব সেরা স্পিনার। তাই সেমিফাইনালে প্রথম ম্যাচে তাকে না নিয়ে ভুল করেছে ভারত - এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

Image Credit : Goole

পাওয়ার প্লে-তে রান না হওয়া

ইংল্যান্ডের বিরুদ্ধে গত ম্যাচে পাওয়ার প্লে একদম ভালো যায়নি ভারতীয় দলের...

গত ম্যাচে পাওয়ার প্লে শেষে ভারতের স্কোর ছিল ১ উইকেটের বিনিময়ে মাত্র ৩৮ রান। এরকম হাই-টেনশন ম্যাচে পাওয়ার প্লে তে আরো বেশি রান করা গুরুত্বপূর্ণ ছিল - মত বিশেষজ্ঞদের।

দীনেশ কার্তিক বনাম ঋষভ পন্থ

বিশ্বকাপ শুরু আগে থেকেই ৬ নম্বর পজিশনে কে ব্যাট করবে তা নিয়ে বেশ মতবিরোধ ছিল।...

Image Credit : Goole

গত আই.পি.এল. এ অসাধারণ প্রদর্শনের জন্য কেউ ছিলেন অভিজ্ঞ দীনেশ কার্তিকের পক্ষে আবার কেউ ছিলেন তরুণ রক্ত ঋষভের পক্ষে।

Image Credit : Goole

দক্ষ পেসারের অভাব

সমগ্র এশিয়া কাপ ও বিশ্বকাপ জুড়ে দক্ষ পেসারের অভাব ভোগ করেছে ভারত। বুমরাহের মত পেসার দলে উপস্থিত না থাকার অভাব টের পেয়েছে জাতীয় দল।

Image Credit : Goole