৭০০ এর দিন শেষ। আমাদের পৃথিবী এখন ৮০০ কোটি মানুষের আবাসস্থল। ১৫ ই নভেম্বর এই মাইলস্টোন পেরোলো মানবজাতি।

'মানবজাতির কৃতিত্বের স্বাক্ষর' - 'testament to humanity's achievements' - বিশ্বের জনসংখ্যা আজ ৮০০ কোটি মাত্রায় পৌঁছে যাওয়ার  এমনই টুইট করল সম্মিলিত রাষ্ট্রপুঞ্জ।

সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের হিসাব অনুযায়ী মঙ্গলবারে জন্মগ্রহণকারী কোনো এক শিশু বিশ্বের ৮০০ কোটি তম মানুষ হবে।

UN এর রিপোর্ট বলছে, বিশ্বজুড়ে জনসংখ্যার বৃদ্ধি ১৯৫০ সাল এর পরের থেকে সবচেয়ে কম হারে বাড়ছে।  ২০৩০ সালের মধ্যে বিশ্বের জনসংখ্যা ৮৫০ ও ২০৫০ সালের মধ্যে তা ৯৭০ কোটিতে পৌছাতে পারে।

মাত্র গত ৪৮ বছরে দ্বিগুণ হয়েছে পৃথিবীর জনসংখ্যা - ১৯৭৪ এ ৪০০ থেকে ২০২২ এ ৮০০ কোটি। মাত্র ১১ বছরে পৃথিবীর জনসংখ্যা বেড়েছে আরও ১০০ কোটি।

The Hindu তে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, ২০২৩ এর মধ্যেই জনসংখ্যার বিচারে চীনকে ছাপিয়ে যাবে ভারত।

ভারতের অবস্থান

যদিও UNPF (United Nations population fund) এর একটি রিপোর্ট অনুযায়ী ভারতের জনসংখ্যার বৃদ্ধি ক্রমে একটি স্থিতিশীল জায়গায় পৌঁছাচ্ছে।

ভারতের জনসংখ্যার একটা বিশাল অংশ হল যুবসমাজ, কাজেই জনসংখ্যা বৃদ্ধি যে ভারতের পক্ষে উন্নতির নতুন দিগন্ত খুলে দেবে তা আর বলার অপেক্ষা রাখে না।