নিউরোগ্লিয়া কি

নিউরোগ্লিয়া হল এক ধরণের পরিবর্তিত যোগকলা। নিউরোগ্লিয়া কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্রে খুঁজে পাওয়া যায়।

স্নায়ুতন্ত্রে যত ধরনের কোশ খুঁজে পাওয়া যায় তার প্রায় ৯০ শতাংশই হল নিউরোগ্লিয়া।

নিউরোগ্লিয়ার প্রকারভেদ

নিউরোগ্লিয়া মূলত ধরণের হয়, এগুলি হল-

  1. অ্যাস্ট্রোসাইট
  2. অলিগোডেড্রোগ্নিয়া
  3. মাইক্রোগ্লিয়া
অ্যাস্ট্রোসাইট

নিউরোগ্লিয়ার কাজ (Functions of Neuroglia in Bengali)

(i) ধারক কোশ হিসেবে কাজ করে

নিউরোগ্লিয়া নিউরোনকে গঠনগত সাহায্য প্রদান করে, যাতে নিউরোন তাদের নির্দিষ্ট জায়গাতে স্থির থাকতে পারে এবং তাদের আকৃতি বজায় রাখতে পারে।

(ii) স্নায়ুর পুনরুৎপাদনে সাহায্য করে

সোয়ান কোশ নামের এক ধরনের নিউরোগ্লিয়া প্রান্তীয় স্নায়ুতন্ত্রের ক্ষতিগ্রস্থ স্নায়ুতন্তুকে ঠিক করতে সাহায্য করে।

(iii) মায়েলিন সিদ্ গঠনে অংশ নেয়

অলিগোডেন্ড্রোগ্লিয়া এবং সোয়ান কোশ মায়েলিন সিদ উৎপাদন করে। এই মায়েলিন সিদ্ অ্যাক্সনের চারপাশে বেষ্টন করে থাকে এবং তাদেরকে রক্ষা করে। মায়েলিন সিদ্ স্নায়ুস্পন্দনের বেগ বৃদ্ধি করতেও সাহায্য করে।

(iv) স্নায়ুকোশে আয়ন পরিবহণে সহায়তা করে।

(v) নিউরোগ্লিয়া আগ্রাসী কোশ হিসেবে কাজ করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *