বদ্বীপ বিভিন্ন ধরনের হয়ে থাকে, যথা:
- ধনুক আকৃতি বদ্বীপ
- পাখির পায়ের মতো বদ্বীপ প্রভৃতি।
নিচে পাখির পায়ের মতো বদ্বীপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল:
পাখির পায়ের মতো বদ্বীপ কাকে বলে
পাখির পায়ের মতো বদ্বীপ হল এমন এক ধরনের বদ্বীপ যা দেখতে অনেকটা পাখির পায়ের ন্যায়।
পাখির পায়ের মতো বদ্বীপ বিভিন্ন শাখা-প্রশাখা যুক্ত নদী দ্বারা গঠিত হয় এবং এই নদীগুলি মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে বহুদূর ছড়িয়ে পড়ে এবং অবশেষে মোহনায় গিয়ে সাগরে পতিত হয়।
পাখির পায়ের মতো বদ্বীপের বৈশিষ্ট্য
বিভিন্ন শাখা-প্রশাখা:
পাখির পায়ের মতো বদ্বীপ বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে গঠিত হয় যেগুলি মূল নদীর অংশ। এই শাখা প্রশাখা গুলির দৈর্ঘ্য, আকার ও আকৃতি ভিন্ন হতে পারে। কিন্তু অবশেষে সবগুলি মোহনায় পতিত হয়।
উচ্চপলল যুক্ত নদী:
পাখির পায়ের মতো বদ্বীপ সাধারণত উচ্চ পলল সমৃদ্ধ নদীর মোহনায় গঠিত হয়।
পরিবর্তনশীল আকৃতি:
সময়ের সাথে সাথে পাখির পায়ের মতো ব দ্বীপের আকার পরিবর্তিত হতে পারে। (তবে এই আকৃতি পরিবর্তন কখনোই দৃষ্টিগ্রাহ্য নয়, হাজার হাজার বছর ধরে এর কাজ চলে।)
আরও পড়ুন – প্লাবনভূমি কি
পাখির পায়ের মতো বদ্বীপ এর উদাহরণ
মিসিসিপি নদীর বদ্বীপ পাখির পায়ের মতো বদ্বীপের প্রকৃষ্ট উদাহরণ। মিসিসিপি নদীর বদ্বীপ মিসিসিপি নদীর মোহনাতে অর্থাৎ মেক্সিকো উপসাগরের তৈরি হয়েছে।
ভারতের কৃষ্ণা নদীর বদ্বীপও পাখির পায়ের মতো বদ্বীপের উদাহরণ।