Table of Contents
Toggleমিথেন হাইড্রেট কি?
মিথেন হাইড্রেট হল মিথেন (CH4) এর এক ধরণের যুত-যৌগ। একে আগুনে বরফ -ও বলা হয়ে থাকে।
প্রকৃতপক্ষে মিথেন হাইড্রেট হল মিথেনের একপ্রকার কঠিন যৌগ, যার মধ্যে খুব কম তাপমাত্রায় এবং অতিরিক্ত চাপে বিশাল পরিমাণ মিথেন গ্যাস জলের কেলাসের মধ্যে দ্রবীভূত থাকে।
গবেষণায় পাওয়া গেছে সাগর মহাসাগরের নিচে ব্যাপক পরিমাণে মিথেন হাইড্রেট এর ভাণ্ডার জমা রয়েছে।
মিথেন হাইড্রেট কে ফায়ার আইস বলে কেন?
মিথেন হাইড্রেট – এর মধ্যে যেহেতু খুব কম তাপমাত্রায় এবং অতিরিক্ত চাপে মিথেন গ্যাস জলের মধ্যে দ্রবীভূত থেকে কঠিন যৌগ গঠন করে, তাই একে বাইরে থেকে একেবারে বরফের মতো দেখতে লাগে। আবার, মিথেন হাইড্রেট এর কাছাকাছি কোনো জ্বলন্ত শিখা আনলে এটি নিজে থেকেই পুড়তে শুরু করে। এজন্য মিথেন হাইড্রেট কে ফায়ার আইস বলে।
অপ্রচলিত শক্তি হিসেবে মিথেন হাইড্রেট? / মিথেন হাইড্রেট থেকে কিভাবে শক্তি পাওয়া যায়?
সাধারণ অবস্থায় অর্থাৎ কম তাপমাত্রায় এবং উচ্চচাপে স্থিতিশীল মিথেন হাইড্রেট এর মধ্যে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস এবং জল থাকে। মিথেন গ্যাস একটি অপ্রচলিত শক্তির উৎস এবং মিথেন থেকে প্রচুর পরিমাণে শক্তি উৎপাদন করা যায়।
বিজ্ঞানীরা মনে করছেন, সমুদ্রের নিচে মিথেন হাইড্রেট এর ভান্ডার অতি বৃহৎ। এ কারণে মিথেন হাইড্রেট কে বৃহৎ শক্তির ভান্ডার হিসেবে অনায়াসে ব্যবহার করা যেতে পারে। বিজ্ঞানীরা পরীক্ষা করে পেয়েছেন যে, প্রতি ১০০ অণু মিথেন হাইড্রেট এর মধ্যে ১৩.৩ অণু মিথেন থাকে।
জ্বালানি হিসাবে মিথেন হাইড্রেট
প্রমাণ চাপ ও তাপমাত্রায় ১ লিটার মিথেন হাইড্রেট থেকে প্রায় ১৬৯ লিটার মিথেন পাওয়া যায়। মিথেন হাইড্রেট এর পরিমাণ পৃথিবীতে অন্যান্য প্রচলিত শক্তির তুলনায় বহুগুণ বেশি হওয়ার কারণে এবং মিথেন হাইড্রেট এর প্রতি একক পরিমাণ থেকে পাওয়া শক্তির পরিমাণ অন্যান্য প্রচলিত অপ্রচলিত বিভিন্ন শক্তির তুলনায় তুলনামূলকভাবে বেশি হওয়ার জন্য বিজ্ঞানীরা আশা করছেন যে মিথেন হাইড্রেট কে অদূর ভবিষ্যতে গুরুত্বপূর্ণ শক্তি উৎস হিসেবে ব্যবহার করা যেতে পারে।
এছাড়াও গবেষকরা মিথেন হাইড্রেট থেকে LNG বা Liquefied Natural Gas (লিকুইফাইড ন্যাচারাল গ্যাস) নামক এক বিকল্প জ্বালানি তৈরি করার চেষ্টা করছেন।
মিথেন হাইড্রেট থেকে শক্তি পাওয়ার জন্য মিথেন হাইড্রেট এর কেলাস থেকে মিথেন গ্যাস নিষ্কাশন করার প্রয়োজন হয়। নিচে আলোচনা করা হলো কিভাবে মিথেন হাইড্রেট থেকে মিথেন গ্যাসকে নিষ্কাশন করা হয়।
মিথেন হাইড্রেট থেকে কিভাবে মিথেন গ্যাস নিষ্কাশন করা যায়?
মিথেন হাইড্রেট থেকে মিথেন কে নিষ্কাশন করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করা হয়, যথা,
১। মিথেন হাইড্রেট কে উত্তপ্ত করে এর থেকে মিথেন নিষ্কাশন করা যায়।
২। মিথেন হাইড্রেট এর অণুর মধ্যে কার্বন ডাই অক্সাইড (CO2) গ্যাস প্রবেশ করিয়ে মিথেন নিষ্কাশন করা যায়।
৩। মিথেন হাইড্রেট এর অনুর ওপর প্রযুক্ত চাপ কমিয়ে মিথেন হাইড্রেট নিষ্কাশন করা যায়।
এবং, ৪। মিথেন হাইড্রেট এর কেলাসের গঠন পরিবর্তন করেও মিথেন হাইড্রেট থেকে মিথেন বের করে আনা যায়।
এইসব পদ্ধতিতে মিথেন হাইড্রেট থেকে প্রাপ্ত মিথেনকে অতিরিক্ত চাপের সংকুচিত করে পাত্রে আবদ্ধ করা হয় এবং সেই মিথেনকে প্রয়োজন অনুযায়ী অন্যান্য কাজে ব্যবহার করা হয়।
জ্বালানি হিসেবে মিথেন হাইড্রেট ব্যবহার করার অসুবিধা কী?
মিথেন হাইড্রেটের বিভিন্ন সুবিধা থাকলেও জ্বালানি হিসেবে মিথেন হাইড্রেট ব্যবহার করার বিভিন্ন অসুবিধাও রয়েছে।
এগুলির মধ্যে সবথেকে গুরুতর অসুবিধার যেটি সেটি হল পরিবেশের ওপর এর কুপ্রভাব।
মিথেন গ্যাস একটি গ্রিন হাউস গ্যাস। মিথেন হাইড্রেট কে শক্তির উৎস হিসেবে ব্যবহার করে মিথেন উৎপন্ন করলে পরিবেশের মিথেনের পরিমাণ বাড়তে থাকবে। এজন্য মিথেনের প্রভাবে গ্রীন হাউস এফেক্ট বেশি হবে আর পৃথিবীর গড় উষ্ণতা বাড়তে থাকবে।
আবার মিথেন একটি দাহ্য পদার্থ হওয়ার কারণে মিথেন হাইড্রেট – এর খনি থেকে মিথেন নিষ্কাশন করার সময় সহজেই উত্তোলন কেন্দ্রে আগুন লেগে বড়সড় ক্ষতি হওয়ার সম্ভবনা থাকে।
আশা করা যায় যে সকল ছাত্র-ছাত্রী বা অনুসন্ধিৎসু ব্যক্তিবর্গ – মিথেন হাইড্রেট সম্পর্কে জানতে ইচ্ছুক, তারা এই নিবন্ধ থেকে মিথেন হাইড্রেট সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পেরেছেন।
মিথেন হাইড্রেট সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্যাবলী-
- মিথেন হাইড্রেটের মধ্যে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস থাকে বলে একে সম্ভাব্য শক্তির উৎস হিসাবে ব্যবহার করা যেতে পারে।
- সমুদ্র এবং ধানক্ষেতে মিথেন হাইড্রেট পাওয়া যায়। যদিও, সমুদ্র-ই মিথেন হাইড্রেটের প্রধান উৎস।
- মিথেন হাইড্রেট থেকে মিথেন গ্যাস নিষ্কাশন করা বিপদজনকও হতে পারে।
- মিথেন হাইড্রেট্রের অতিরিক্ত ব্যবহার গ্লোবাল ওয়ার্মিং কে ত্বরাণ্বিত করতে পারে।
এই পোষ্টের মাধ্যমে আমরা চেষ্টা করেছি মিথেন হাইড্রেট সম্পর্কিত সমস্ত সাধারণ তথ্য সরবরাহ করার, যেমন :
- মিথেন হাইড্রেট কি
- মিথেন হাইড্রেট কে ফায়ার আইস বলে কেন
- অপ্রচলিত শক্তি হিসেবে মিথেন হাইড্রেট / মিথেন হাইড্রেট থেকে কিভাবে শক্তি পাওয়া যায়?
- মিথেন হাইড্রেট থেকে কিভাবে মিথেন গ্যাস নিষ্কাশন করা যায়
- জ্বালানি হিসেবে মিথেন হাইড্রেট ব্যবহার করার অসুবিধা
আরও পড়ুন – বায়োমাস বা জীবভর কী ?